গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

*বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা সায়মার ছুটি: দুর্নীতির অভিযোগে বিতর্কের মুখে†

Published : July 13, 2025
---Advertisement---

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস এক ইমেলে এই সিদ্ধান্তের কথা কর্মীদের জানিয়েছেন। ছুটি শুরু হয়েছে ১১ জুন (শুক্রবার) থেকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন WHO-এর সহকারী ডিরেক্টর জেনারেল ক্যাথরিনা বহেম। তবে কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংস্থা।

তবে WHO-এর ‘হেলথ পলিসি ওয়াচ’ রিপোর্টে উঠে এসেছে, সায়মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই এই সিদ্ধান্তের নেপথ্যে থাকতে পারে। অভিযোগ, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান পদে নির্বাচিত হতে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন। এর জেরে তাঁর বিরুদ্ধে জালিয়াতির মামলা চলছে। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক পদ পাওয়ার দাবিও কর্তৃপক্ষ খারিজ করে দেয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যেটির নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে বলেন, WHO-এর গরিমা বজায় রাখতে সায়মাকে সম্পূর্ণভাবে পদচ্যুত করে তাঁর সব সুযোগ-সুবিধা বাতিল করা উচিত। বিরোধীদের দাবি, ২০২৪ সালে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবেই সায়মা ওই গুরুত্বপূর্ণ পদে বসেন। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বচ্ছতা এবং নিরপেক্ষতার প্রশ্নে আলোচনা শুরু হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now