পূর্ব বর্ধমানের শক্তিগড়ে পারিবারিক অশান্তির জেরে কুড়ুল দিয়ে ছেলেকে খুন করল বাবা

অশান্তি চলতো মাঝেমধ্যেই। তার জেরে ছেলেকে কুড়ুল দিয়ে কু্পিয়ে খুন করলো বাবা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতের নাম সুজিত সিং। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাধন সিং ও তার ছেলে সুজিত সিং দুজনেই ক্ষেতমজুর। মদ খাওয়া নিয়ে প্রায়ই সাধন সিং -এর সাথে অশান্তি হতো ছেলে সুজিত সিং -এর। বুধবার সাধন সিং মাঠ থেকে এসে খেতে বসলে তাকে গালিগালাজ করতে থাকে ছেলে সুজিত। এমনকি সাধন সিং-এর ভাতের থালা ছুড়েও ফেলে দেয় বলেই অভিযোগ।

এরপরই ঘরে থাকা একটি কুড়ুল তুলে সুজিত-এর মুখে ও কপালে কোপ মারে সাধন সিং। রক্তাক্ত অবস্থায় সুজিত লুটিয়ে পড়লে ঘর থেকে পালিয়ে যায় সাধন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে সুজিত-কে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় সুজিতের।

ঘটনায় শক্তিগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক প্রতিবেশী। সেই অভিযোগের ভিত্তিতে কাশিয়ারা গ্রাম থেকে সাধন সিং-কে গ্রেপ্তার করে পুলিশ।

চারদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন আদালত।

অন্যান

অন্যান