গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পূর্ব বর্ধমানের জামালপুরে নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন রোগীরা

Published : April 24, 2025
---Advertisement---

নার্সিংহোমে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের জামালপুরের একটি নার্সিংহোমে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। নার্সিংহোমের দোতলায় দুজন রোগী ছিল। তাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

জামালপুরের কারালাঘাট সেতুর কাছ রয়েছে লাইফ কেয়ার নার্সিংহোম। সেই নার্সিংহোমেই বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে। নার্সিংহোমের নিচের তলায় রয়েছে রান্নাঘর। পাশেই রিসেপসন। রান্নাঘরে থাকা গ্যাস লিক করে এই আগুন লাগে।

এলাকার বাসিন্দারা বলছেন, খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছিল। তড়িঘড়ি দোতলায় থাকা দূই রোগীকে নামিয়ে আনা হয়। মেমারি থেকে দমকলের একটি এঞ্জিন আসে। তার আগেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে। নার্সিংহোমে অগ্নিনির্বাপক ব্যবস্হা কেমন ছিল তা খতিয়ে দেখছে প্রশাসন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now