গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রোজ লবঙ্গ খেলে রয়েছে অনেক উপকার, তবে সাবধান!

Published : July 17, 2025
---Advertisement---

প্রতিদিন একটা করে লবঙ্গ খাওয়ার অভ্যাস করলে শরীর পাবে একাধিক উপকার, তবে মনে রাখবেন—অতিরিক্ত কিছুই ভালো নয়। লবঙ্গ যেমন হজমশক্তি বাড়ায়, তেমনই বেশি খেলে হতে পারে পেট গরম কিংবা রক্তের ঘনত্ব কমার মতো সমস্যা। তাই প্রতিদিন মাত্র একটা লবঙ্গই যথেষ্ট।

কী কী উপকার পাওয়া যাবে ?

দাঁতের যত্নে:
লবঙ্গ চিবিয়ে খেলে দাঁত মজবুত হয়। মাড়ির ব্যথা বা ইনফেকশনেও লবঙ্গ তেল বেশ উপকারী। এমনকি লবঙ্গযুক্ত টুথপেস্টও ব্যবহার করা যেতে পারে।

মুখের দুর্গন্ধ দূর:
খাওয়ার পরে একটা লবঙ্গ মুখে নিলেই মুখ থাকবে ফ্রেশ। দুর্গন্ধ তো দূর হবেই, হজমও হবে ভালোভাবে।

কাশি থেকে নিস্তার :
লবঙ্গের প্রাকৃতিক গুণ খুশখুশে কাশি, গলা ব্যথা ও গলার অস্বস্তি দূর করতে সাহায্য করে। যারা সারা বছর কাশিতে ভোগেন, তাঁদের জন্য তো যেন আশীর্বাদ।

হজমশক্তি বাড়ায়:
লবঙ্গ বদহজম, গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে দারুণ কার্যকর। তবে বেশি খেলে হতে পারে উল্টো সমস্যা, তাই নিয়ন্ত্রণ জরুরি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
শীতকালে নিয়মিত লবঙ্গ খেলে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে। শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বাড়ে।

মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায়:
লবঙ্গ ইনফ্লেমেশন কমায় এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে।

রোজ একটা লবঙ্গ খান, কিন্তু সীমা না ছাড়ান। প্রাকৃতিক এই উপাদানটি আপনার শরীর ও স্বাস্থ্যের পরম বন্ধু হতে পারে—শুধু যদি তাকে ঠিকভাবে ব্যবহার করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now