রায়নায় দু’টি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের সূচনা, উদ্বোধন করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের নতুন গ্রাম থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত ৪.৮২০ কিলোমিটার দীর্ঘ রাস্তার শুভ উদ্বোধন হলো সোমবার। স্টেট ফান্ডের অনুদানে নির্মিত এই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মন্ত্রী ও উপস্থিত বিশেষ অতিথিরা অনুষ্ঠান উদ্বোধন করেন।

সোমবার অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ., জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শুভলক্ষী ঘোষ, দক্ষিণ মহকুমার মহকুমাশাসক বুদ্ধদেব পান, রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা, রায়না এক ব্লকের বিডিও অজয় কুমার দণ্ডপাত, ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা। একই দিনে রায়না এক ব্লকের বাঁধগাছা মোড় থেকে শ্যামসুন্দর রোড পর্যন্ত রাস্তার উন্নতিকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার।

জানা গেছে, এই রাস্তাটির দৈর্ঘ্য ১০.৪০০ কিলোমিটার। রাস্তাটির উন্নয়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।সোমবার দুটি প্রকল্পের মাধ্যমে রায়না এক ব্লকে পরিকাঠামোগত উন্নয়নের আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

অন্যান

অন্যান