তাদের আন্দোলনের ঝাঁঝ বাড়ালো চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটা বড় অংশ। এসএসসি অফিস ঘেরাও করার পাশাপাশি এদিন হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ করে তারা। এই কর্মসূচির জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ওএমআর ইস্যুর শিক্ষকদের পাশাপাশি তাদের সঙ্গে আন্দোলনে রয়েছেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীরাও।চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা হাজরা মোড়ে অবস্হান শুরু করে। এরপর তারা ব্যারিকেড ভেঙে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। শিক্ষিকারা রাস্তায় শুয়ে পড়েন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। বিশাল পুলিশ বাহিনী তাদের সরিয়ে দিতে উদ্যত হয়। বেশ কয়েকজনকে আটক করে ভ্যানে তোলে পুলিশ।
চাকরিহারা শিক্ষকদের বক্তব্য, সুপ্রিম কোর্টও তাদের অযোগ্য বলে প্রমাণ করতে পারেনি। অথচ কোনও কোনও অংশ থেকে তাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাদের যাতে যোগ্য হিসেবে ঘোষনা করা হয় সেই আবেদন জানাতেই তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মানবিকতার সঙ্গে তাদের আর্জি বিবেচনা করুন।
অন্যদিকে এই চাকরিহারাদের একটা বড় অংশ এসএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এসএসসি অফিসে যেসব কর্মী আধিকারিক এদিন হাজির হয়েছেন তাঁদের বের হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অবস্হানকারীরা। তাদের বক্তব্য, পাঁচ দিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে অথচ এসএসসি-র চেয়ারম্যান তাঁদের সঙ্গে দেখা করেননি। অবিলম্বে তাদের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া চাকরিহারারা।