গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দামোদরে বেআইনি বালি তোলার মাঝে বিপর্যয়, রায়নায় আটকে পড়েছে বহু জেসিবি মেসিন

Published : June 19, 2025
---Advertisement---

গলসির পর এবার রায়না। দামোদর নদের মাঝে আটকে পড়লো একাধিক জেসিবি।দামোদরের বুক চিরে চলছিল বালি তোলার কাজ পূর্ব বর্ধমানের হরিপুরে।বেশ কয়েকটি জেসিবি নামিয়ে দামোদরের মাঝ খান থেকে লরি ও ডাম্পারে করে চলছিল বেআইনিভাবে বালি তোলার কাজ। এদিকে রাজ্যে বর্ষা ঢুকে পড়ায় ও ঝাড়খন্ড রাজ্যে বৃষ্টি হওয়ায় পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।

এর ফলেই দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়ে ৪১ হাজার ৬০০ কিউসেক জল।যার কারণে দামোদর নদে জলস্তর বেড়ে যায়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে এবং প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দামোদর নদের মাঝে বেআইনিভাবে যে সমস্ত গাড়ি ও যন্ত্রপাতি নিয়ে বালি তোলার কাজ চলছিল। সেই সমস্ত গাড়িগুলি দামোদরের মাঝে আটকে পড়ে। জলে তোড়ে ভেসে যায় দামোদরের পাড়ে আসার সমস্ত অস্থায়ী সেতু।

গতকাল পূর্ব বর্ধমানের গলসি এলাকায় দামোদর নদের জলের তোড়ে ভেসে যায় অস্থায়ী সেতু। সেখানে আটকে পড়ে দুটি জেসিবি, কয়েকটি লরি ও ডাম্পার। এখনো পর্যন্ত সেগুলি উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। এবার সেই একই ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার রায়নায়। দামোদর নদের জলস্তর বেড়ে যাওয়ার ফলে সেখানেও দামোদরের মাঝে আটকে পড়ে কয়েকটি জেসিবি ও বেশ কয়েকটি বালি বোঝাই গাড়ি।

যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সেগুলিকে উদ্ধারের কোনরকম প্রক্রিয়া শুরু হয়নি বলে এলাকা সূত্রে খবর। এদিকে রাজ্যে বর্ষা ঢুকে পড়ায় দামোদর নদে জলস্তর আরো বাড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। ফলে দামোদর নদে জল বেড়ে গেলে দামোদরের মাঝেই জলে আটকে পড়া গাড়িগুলি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now