গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১৬ হাজার বেআইনি লটারি টিকিট সহ মেমারিতে ধৃত ৩! পুলিশ অভিযানে

Published : June 14, 2025
---Advertisement---

কোনো রকমের অনুমতি ছাড়ায় সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে লটারীর টিকিট বিক্রি করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলা দুর্নীতি দমন শাখা ও মেমারী থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মেমারী থেকে ৩ জনকে গ্রেফতার করলো। বাজেয়াপ্ত প্রচুর পরিমাণে সরকারী অনুমোদনহীন লটারীর টিকিট।

আরো পড়ুন – “সব শেষ হয়ে গেল!” শুক্রবার রাতে মেমারিতে স্কুটি কারখানা ভয়াবহ বিস্ফোরণ!

মেমারি থানার অন্তর্গত চকদিঘী মোড় ও বামুনপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৬ হাজার ২০০ টি বেআইনি লটারির টিকিট । ধৃত সত্যজিৎ দাস-এর বাড়ি মেমারির বিনয়পল্লীতে এবং পরিতোষ বিশ্বাস-এর বাড়ি মেমারীর বিষ্ণুপুরে ও রাজু ঘোষের বাড়ি মেমারীর দিলালপুরে।

জেলা দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গেছে,বাজারে যে লটারীর টিকিটগুলো বিক্রি করা হচ্ছিলো সেই কোম্পানিগুলির টিকিট পশ্চিমবঙ্গ রাজ্যে বিক্রির কোনো অনুমোদন নেই বা সরকার এই টিকিট বিক্রির উপর কোনো প্রকাট ট্যাক্স পাই না।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মেমারীর চকদিঘি মোড় ও বামুনপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং তল্লাশিতে তাদের কাছ থেকে ১৬২০০ টি বেআইনি লটারি টিকিট বাজেয়াপ্ত করা হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now