রাজপথ ঠিক করবে ভবিষ্যতের পথ,কোনো কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টেড দালাল নয়। এই ভাবে রাজ্য 356 জারি করার জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বসের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে সুপারিশ নিয়ে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সোমবার 5 মে মহান দার্শনিক কার্ল মার্কসের 208 তম জন্মদিন উপলক্ষে ধর্মতলার মার্কস মূর্তি প্রাঙ্গণে কার্ল মার্কসের মূর্তিতে মাল্লদান করে শ্রদ্ধাঞ্জলি জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বাসু সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
মুর্শিদাবাদে খুন হওয়া পিতা পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার কে নিয়ে লাশের রাজনীতি করছে তৃণমূল ও বিজেপি বলে অভিযোগ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক। তার অভিযোগ পয়সা দিয়ে কিনে নেওয়ার রাজনীতিক শুভেন্দু ও করছে আবার মমতা ও করে আসছে। এটা আসলে তৃণমূল ও বিজেপির তৃণমূল মার্কা রাজনীতি করছে বলে অভিযোগ করলেন মোহাম্মদ সেলিম। এদিন রাজ্য 356 ধারা জারি করার রাজ্যপাল সি ভি আনন্দ বসের সুপারিশ কে নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। তার বক্তব্য কোনো গরু বলদ মোশ বাংলার সমস্যার সমাধান করতে পারবে না। বাংলার সমাধান বাংলার মানুষ করবেন। তিনি 60 ও 70 দশকের বিষয় তুলে এনে বলেন আমরা কি বাংলায় রাষ্ট্রপতি শাসন দেখিনি। তাহলে কি সমস্যার সমাধান হয়েছিল প্রশ্ন তুললেন সেলিম।
তার অভিযোগ এই সরকার অপদার্থ এই সরকার দুর্নীতিগ্রস্ত , আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার বিজেপি শুধু ক্ষমতা দখল করতে চাইছে। তারা কি করছে প্রশ্ন মোহাম্মদ সেলিমের। বিজেপি যা রাজনীতি রাজ্যপাল ও সেই রাজনীতি করছে বলে এদিন গুরুতর অভিযোগ তুললেন মোহাম্মদ সেলিম। তার অভিযোগ রাজ ভবন কে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর নিয়ে ও কটাক্ষ করলেন সেলিম। তার অভিযোগ তিনি নিজের নাচ গান কবিতাপাঠ থেকে সময় পাওয়ার পর মুর্শিদাবাদ যাচ্ছেন। আসলে 26 এর নির্বাচনের আগে বিজেপি তৃণমূল হিন্দু মুসলমান করে বিভাজনের রাজনীতি করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। যেমন বিজেপি কাশিমের পাহালগাওঁ নিয়ে দেশজুড়ে হিন্দু মুসলমানের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে।
তার দাবি এতদিন পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাচ্ছেন ঐখেন কার মানুষের উচিত মুখ্যমন্ত্রী কে বিক্ষোভ দেখানো উচিত। যে এতদিন পর মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসেছেন বলে জানালেন তিনি। তার দাবি মুর্শিদাবাদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। কারণ যে ভাবে পেহালগাওঁ আগাম কোনো তথ্য গোয়েন্দাদের কাছে ছিল কি না। সেই একই ভাবে রাজ্যের গোয়েন্দাদের কাছে কোনো আগাম খবর ছিল কি না। তার জন্য বিভাগীয় তদন্ত প্রয়োজন বলে দাবি তার। এছাড়া তার দাবি মুর্শিদাবাদের ঘটনায় দোষী পুলিশ বিধায়ক, সাংসদ বা কাউন্সিলর কে ছিল সেটা খুঁটিয়ে বার করতে হবে বলে দাবি করলেন তিনি। তার অভিযোগ যে ভাবে পেহালগাও খবর থাকার স্বার্থে ও কেন্দ্রীয় সরকার কিছু করেনি। একই ভাবে এখানে ও খবর ছিল কিন্তু রাজ্য সরকার কিছু করেনি।
আসলে একটু ডাঙ্গা ডাঙ্গা খেলতে চেয়ে ছিল বলে অভিযোগ করলেন মোহাম্মদ সেলিম।ফলে মমতার মুর্শিদাবাদ যাওয়া কোনো অর্থ নেই বলে জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন রাজ্যপালের 356 ধারা জারি করার প্রস্তাবের সমালোচনা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও মুখ খুললেন। তার অভিযোগ যদি জারি করতে হয়। তাহলে 356 ধরার আগে কোনো এলাকায় 355 ধারা লাগু করতে হয়। এটা একেবারে অবাস্তব ঠিক নয় বলে জানালেন বিমান বসু। তার অভিযোগ যে রাজ্যপাল কে একটি বিশেষ রাজনীতিক দল হয়েই বসানো হয়েছে বলে জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এদিন রানি রাসমনি কাছে কার্ল মার্কস এর 208 তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মূর্তি মাল্যদান করে বামফ্রন্ট নেতৃত্ব।