ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচনী ফলাফল কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় লিখিত বক্তব্য জানাতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য আদালতের কাছে সময় চাওয়া হয়েছে। ১০ জুন ফের মামলাটি শুনানির জন্য রেখেছেন বিচারপতি সুগত মজুমদার। উল্লেখ্য ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস(ববি) কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করে অভিযোগ করেছিলেন ডায়মন্ড হারবারে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। আপাতত ওই কেন্দ্রের নির্বাচনী সমস্ত নথি বা তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।