গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেমারিতে জোড়া খুনে চাঞ্চল্য: অভিযুক্ত হুমায়ুনের বাড়িতে তদন্তে এলো সিআইডি ও ফরেনসিক দল

Published : June 5, 2025
---Advertisement---

পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বাবা মাকে খুনের ঘটনায় অভিযুক্ত হুমায়ুনের বাড়িতে তদন্তে এলো সিআইডির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (FSL) ২ সদস্যের দল ।২৮ মে বুধবার সাত সকালে ঘুম চোখে চমকে উঠেছিল পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ারা এলাকার বাসিন্দারা। দরজা খুলতেই তারা দেখেছিলেন বাড়ির সামনের রাস্তার ওপর পড়েছিল প্রতিবেশী মুস্তাফিজুর রহমান এবং স্ত্রী মমতাজ পারভীনের গলাকাটা রক্তাক্ত দেহ।

Read More – ব্যান হতে চলেছে ৫০০ টাকার নোট!কবে হবে নোটবন্দির ঘোষণা?

ঘর থেকে রাস্তা ভেসে যাচ্ছিল রক্তে। চারপাশে জমে ছিল চাপ চাপ রক্ত। এই দৃশ্য দেখার পর সন্দেহের তীর গিয়েছিল বাড়ির একমাত্র ছেলে হুমায়ুন কবিরের দিকে। গেলে কি হবে সে ছিল পলাতক। অবশেষে তার খোঁজ পাওয়া যায়, সুদূর বনগায়। সেই ভয়ংকর দৃশ্যর রেশ কাটিয়ে উঠতে না উঠতেই জানা যায় সেখানেও সে ঘটিয়ে ফেলেছে ততক্ষণে আরেক ভয়ংকর কান্ড।

বনগাঁর সেই এতিমখানায় ছুরি বার করে শিক্ষক এবং সেখানকার 8 জন ছাত্রকে নৃশংসভাবে কুপিয়ে ছিল। তারপরে পাকড়াও করে শুরু করে গণধোলাই। এতেও ক্ষান্ত হয়নি জনতা, পুলিশ হুমায়ুনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়াতে ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের উপর। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বনগাঁ থানায়। আটক হয় বেশ কয়েকজন। এরপর আজ মুস্তাফিজুর রহমানের বাড়িতে তদন্তে আসে সিআইডির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল। ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি ঘরের ভেতর থেকে অনেক নমুনা সংগ্রহ করা হয়।

Read More – গলসির হাটি রোডের ধারে যত্রতত্র লড়ি পার্কিং, বাড়ছে দূর্ঘটনার আশঙ্কা।

আত্মীয় প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে হুমায়ুন এবং তার পরিবারের সম্বন্ধে।ইতিমধ্যেই পুলিশ সূত্রের খবর মেমারির জোড়া খুনে অভিযুক্ত হুমায়ুন কবিরকে বৃহস্পতিবার পেশ করা হতে পারে বর্ধমান আদালতে।দমদম কেন্দ্রীয় সংশেধনাগার থেকে নিয়ে এসে তাকে বর্ধমান আদালতে পেশ করা হতে পারে মেমারি পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে। আদলত পুলিশি হেফাজত মঞ্জুর করলে হুমায়ুনকে মেমারী থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now