গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসির হাটি রোডের ধারে যত্রতত্র লড়ি পার্কিং, বাড়ছে দূর্ঘটনার আশঙ্কা।

Published : June 4, 2025
---Advertisement---

পূর্ব বর্ধমান জেলার গলসির আদড়াহাটি রাস্তার ধারে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে লড়ি, আর এর ফলে থেকে যাচ্ছে দূর্ঘটনার আশঙ্কা। এই আদড়া হাটি রাস্তা দিয়েই যেতে হয় দামোদর নদীর বেশ কয়েকটি বালি খাদান, নিত্য দিন প্রচুর বালির লড়ি যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে। গলসি এলাকার প্রচুর গ্রামের যাতায়াতের প্রধান ভরসা এই হাটি রোড, প্রায় কুড়ি টি বাস যাতায়াত করে এই রাস্তা দিয়ে। স্বাভাবিক ভাবেই গলসি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এটি। নিত্য সময় থাকে গাড়ির চাপ। আর এই রাস্তার ধারে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে প্রচুর গাড়ি যা নিয়ে নাজেহাল এলাকাবাসী। গলসির চৌমাথা, খেতুড়া, সুন্দল পুর সহ বিভিন্ন যায়গায় বেআইনি ভাবে রাস্তার ধারে পার্কিং করে থাকছে কিছু গাড়ি। স্থানিয় বাসিন্দাদের দাবি অবিলম্বে প্রশাসন রাস্তার ধারে যাতে কোন গাড়ি দাড়িয়ে থাকতে না পারে তার ব্যবস্থা করুক। নাহলে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now