গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ, যাত্রীদের জন্য শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

Published : August 4, 2025
---Advertisement---

সংস্কারের কাজ শুরু হওয়ায় আগামী নয় মাস বন্ধ থাকছে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশন। প্রতিদিনের যাত্রীদের দুর্ভোগ এড়াতে রাজ্য পরিবহণ দফতর চালু করছে শাটল বাস পরিষেবা, যা কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত চলবে।এই বাস পরিষেবা চলবে প্রতি দিন দু’দফায় — সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতিটি বাসে ৩২টি আসন এবং ভাড়া নির্ধারিত ১০ টাকা।কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো স্টেশনের সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করেন, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার যাত্রীরা। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই উদ্যোগ।যাত্রীদের আশা, বিকল্প এই বাস পরিষেবা অন্তত কিছুটা স্বস্তি দেবে যাত্রাপথে। পাশাপাশি, কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে সরকারের তরফে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now