গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যুদ্ধের সময় বাজারে জিনিসপত্রের দাম কেমন? অভিযানে নামল টাক্স ফোর্স

Published : May 10, 2025
---Advertisement---

যোগান থাকা সত্ত্বেও যুদ্ধের বাজারে যাতে জিনিসপত্রের দাম না বেড়ে যায় তা নিশ্চিত করতে বর্ধমানের বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স। যুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে কেউ চাল ডাল তেলের কালো বাজারির চেষ্টা করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শনিবার সকাল থেকেই বর্ধমানের বিভিন্ন বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের টাস্ক ফোর্সের সদস্যরা। বিভিন্ন দোকান বাজার ঘুরে জিনিসপত্র দাম খতিয়ে দেখে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলা প্রশাসনকে এ ব্যাপারে সতর্ক করেছিলেন। সেই নির্দেশের পরই মাঠে নামলো জেলা প্রশাসন।

bangladeshi-youth-arrested-galsi-ind-pak-tension

যুদ্ধ পরিস্থিতিতে যাতে জিনিসের দাম নাগালের বাইরে চলে না যায়, সেজন্য বর্ধমানের নানা বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। বর্ধমানের মূল বাজারগুলিতে অভিযান চালায় তারা।শনিবার সকালে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীদের নিয়ে গড়া টাক্স ফোর্স বর্ধমান শহরের নানা সবজি বাজারে যান। স্টেশন বাজারের পাশাপাশি তেঁতুলতলা বাজার ও রথতলা বাজারে তাঁরা অভিযান চালান।

টাক্স ফোর্সের এক সদস্য জানান, জেলা প্রশাসনের নির্দেশেই তাঁদের এই অভিযান। সদস্যরা জানান, বাজারে মোটামুটি স্থিতাবস্থা রয়েছে। দাম বাড়িয়ে যাতে মানুষের অসুবিধা সৃষ্টি না হয় তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই আছে।হেঁসেলে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস ডিম।সেই ডিমের দামও মোটামুটি স্বাভাবিক। খুচরো বাজারে সাড়ে পাঁচ টাকা থেকে ৬ টাকার মধ্যে ডিমের দাম ঘোরাঘুরি করছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now