গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যুদ্ধ উত্তেজনার মাঝে গলসিতে বাংলাদেশি যুবক গ্রেফতার, অনুপ্রবেশের অভিযোগ

Published : May 10, 2025
---Advertisement---

গলসি থানার অন্তর্গত তারানগর গ্রাম থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে গ্রেফতার করে পুলিশ।১৯৪৬ সালের বৈদেশিক আইনের ১৪ নং ধারা অনুযায়ী মামলা রুজু করে ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশী নাগরিকের নাম সেখ আসমান হোসেন। আদি বাড়ি বাংলাদেশের ঢাকা শহরের শাহবাগ থানার পরিবাগ এলাকায় হলেও সে বর্তমানে সে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বয়রা গারাডিয়া এলাকায় বসবাস করতো।সূত্রের খবর সেখ আসমান হোসেন,

bangladeshi-youth-arrested-in-galsi-amid-india-pakistan-tension


গত ৬ ডিসেম্বর সীমানা পেরিয়ে ভারতে ঢোকে এবং তার পর থেকেই একাধিক জায়গায় সে-গা ঢাকা দিয়ে থাকতে শুরু করে। গোপনসূত্রে গলসি থানার কাছে সেখ আসমান হোসেন সম্পর্কে খবর আসতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদের পর কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় তাকে গ্রেফতার করে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now