গলসি থানার অন্তর্গত তারানগর গ্রাম থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে গ্রেফতার করে পুলিশ।১৯৪৬ সালের বৈদেশিক আইনের ১৪ নং ধারা অনুযায়ী মামলা রুজু করে ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশী নাগরিকের নাম সেখ আসমান হোসেন। আদি বাড়ি বাংলাদেশের ঢাকা শহরের শাহবাগ থানার পরিবাগ এলাকায় হলেও সে বর্তমানে সে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বয়রা গারাডিয়া এলাকায় বসবাস করতো।সূত্রের খবর সেখ আসমান হোসেন,

গত ৬ ডিসেম্বর সীমানা পেরিয়ে ভারতে ঢোকে এবং তার পর থেকেই একাধিক জায়গায় সে-গা ঢাকা দিয়ে থাকতে শুরু করে। গোপনসূত্রে গলসি থানার কাছে সেখ আসমান হোসেন সম্পর্কে খবর আসতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদের পর কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় তাকে গ্রেফতার করে।