গলসির শিল্লা এলাকায় চলছে বেআইনি ভাবে বালির স্টক বিক্রি

গলসির শিল্লা এলাকায় বালির স্টকে চলছে বেআইনি কারবার। সুত্র মারফৎ জানতে পারা যাচ্ছে এই অবৈধ বালি কারবারির মুলমাথা গলসির শিল্লা ও শিমুলিয়া গ্রামের ২ বালি মাফিয়া। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের শিল্লা এলাকায় রয়েছে এই স্টক, শিল্লাঘাট উঠেই ডান দিকে কিছুটা গিয়েই রয়েছে একটি ইট ভাটা, আর এই ইট ভাটার পাশেই রয়েছে এই স্টক।

আরো পড়ুন – গলসি চৌমাথায় বেআইনি এই সাট্টা :লটারির থেকেও বেশি বিপদজনক এই জুয়া

এই স্টক যেন কিছুতেই শেষ হচ্ছেনা, শেষ না হওয়াটাই স্বাভাবিক, কারন এলাকা বাসিদের অভিযোগ এই গুণধর বালি ব্যবসায়ীরা নাকি ট্রাক্টরে করে রাতের অন্ধকারে বালি এনে মজুত করে এই স্টকে। যা তাড়া চড়া দামে বিক্রি করে। বিনা চালানে লোড দেওয়ার অভিযোগও তুলেছেন কেউ কেউ। কিছু আগে এই স্টকে বালি লোড দেওয়া বন্ধ রেখেছে তারা, তবে বেশ কিছু জনের অভিযোগ দামোদর নদীর ধারে এই স্টক হওয়াই খুব সহজেই নদী থেকে ট্রাক্টরে করে বালি এনে স্টকে মজুত করছে তারা।

এই দুই বালি ব্যবসায়ীর সাথে শাসক দলের নেতাদের সাথে ভালো সম্পর্ক। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে তারা এই অসাধু উপায়ে বালি বিক্রি করে চলেছে।