গলসির বালি ব্যবসায় কঙ্কর দাপট

গলসি বার্তা ওয়েব ডেস্ক – পূর্ব বর্ধমান জেলার গলসির শিকার পুরে দামোদর ঘাটের বালি খাদানে ওভার লোড দেওয়ার অভিযোগ আগেই উঠেছিলো, পুলিশের নজরদারিতে তা বন্ধ হলেও নিদিষ্ট বেশ কয়েকটি গাড়ি নিত্যদিন ওভারলোড নিয়ে কোন বৈধ চালান ছাড়াই বুক চিতিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের একাংশের, এর মধ্যে রয়েছে গলসির বালি ব্যবসায়ী বলে পরিচিত মুখ সব্যসাচী পাল ওরফে কঙ্ক – র দুটি দশচাকা ডাম্পার।

যে রাস্তার উপর দিয়ে কোন দশচাকা গাড়িই বালি লোড করতে যায়না সেই শিকারপুর রাস্তা ধরেই নিত্যদিন এই গাড়ি ২ টি ওভার লোডেড বালি নিয়ে ছুটে চলেছে। এলাকাবাসীদের ক্ষোভ গলসি ২ নম্বর ব্লকের বিএলআরও প্রায় প্রত্যেকদিন গাড়ি চেক করলেও তার নজর এড়িয়ে কিভাবে এই গাড়ি দুটি দীর্ঘ দিন যাবত এই ভাবে চলছে।

এই কঙ্ক বাবুর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নতুন কিছু নয় গলসি এলাকায় বছরের পর বছর ধরে তার বিরুদ্ধে অবৈধ ভাবে বালি ঘাট চালানো, কোন চালান ছাড়াই গাড়ি লোড দেওয়া, ডুপ্লিকেট চালান চালানো একাধিক অভিযোগ রয়েছে, যদিও এই সব অভিযোগের সমাধান তিনি নাকি গলসির চৌমাথায় বা বর্ধমানের কোন হোটেলেই চুপিসারে মিটিয়ে নেন বলে জানান বেশ কিছু ট্রাক মালিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক মালিক জানান যে কঙ্ক বাবু বিভিন্ন সময় তার বালি খাদান “পাল এন্টার প্রাইজ” – এ চালানের টাকা না নিয়ে অল্প দামে চালান ছাড়াই বালি লোড দিয়েছেন। যদিও এলাকাবাসীদের প্রশ্ন এর সমাধান প্রশাসন কবে করবে? সব্যসাচী পাল ওরফে কঙ্কর দাপট শাসকদলের নেতাদের একাংশের মদতে চলছে বলে অভিযোগ একাংশের যদিও এই কঙ্ক বাবু রাজ্যে বিধানসভা ভোটের সময় গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলো। বর্ধমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতে দর্শক আসনে তাকে দেখা গিয়েছিলো প্রথম সারিতে।

পরের নিউজে দেখুন অবৈধ ভাবে বালি বোঝাই লড়ি পাসিং এ কঙ্কর ভূমিকা……………….

Leave a Comment