গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসি বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন, সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Published : June 10, 2025
---Advertisement---

সন্ধ্যা নামলেই গ্ৰামের অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ এর ভোল্টেজ লো- হয়ে যাচ্ছে। ফলে চরম অসুবিধায় পড়ছেন স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ। এমনই অভিযোগ তুলে সোমবার বেলা ১২টা নাগাদ বিদ্যুৎ দপ্তরে গলসি কাস্টোমার কেয়ার সেন্টারে ডেপুটেশন দিলেন গলসি ১ নম্বর ব্লকের বন্দুটিয়া গ্রামের শতাধিক বাসিন্দা। তাদের অভিযোগ, প্রতি বছর গ্রীষ্মকালে সন্ধ্যার পর থেকেই বিদ্যুতের ভোল্টেজ খুবই কমে যায়। ঘরের আলো-ফ্যান চলে না ঠিকমতো। যার ফলে বহু শিক্ষার্থী পড়াশোনা করতে পারছে না।

এমনকি গৃহস্থালির কাজেও বাধা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে এদিন গ্রামের সবাই বিদ্যুৎ দপ্তরে পৌঁছে ডেপুটেশন দেন। এদিন তারা গলসি কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারের হাতে লিখিত স্মারকলিপি তুলে দেন। গ্রামবাসীদের বক্তব্য শোনেন দপ্তরের স্টেশন ম্যানেজার অগ্নিভ কুন্ডু। তিনি আশ্বাস দেন, দ্রুত সরেজমিনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি জানান, বিদ্যুৎ সংক্রান্ত যে কোন সমস্যার ক্ষেত্রে ‘বিদ্যুৎ সহযোগী’ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালেও দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।তবে গ্রামবাসীরা জানান, যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now