গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসির চৌমাথার ঈদগাহে ঈদুল আযহা-র নামাজ কটার সময় জানেন?

Published : June 6, 2025
---Advertisement---

গলসির মধ্যে সব থেকে বড় ঈদগাহ হচ্ছে গলসির চৌমাথার ঈদগাহ। প্রত্যেক বছর এখানে ঈদে ও ঈদুল আযহা-র নামজ একসাথে আদায় করেন কয়েক হাজার ধর্ম প্রাণ মুসলিম। গলসির মধ্যে বড় নামাজের জামাত এখানেই হয়।

এই ঈদগাহে খেতুড়া, গলসি, বাবলা, বৈচি, মিরিকপাড়া, দয়াল পুর গ্রামের সমস্ত ধর্মপ্রাণ মুসলিমরা এক সাথে নামাজ আদায় করেন। এছাড়াও বড় জামাতে নামাজ আদায় করার জন্য বাইরে থেকেও অনেকে আসেন।

শনিবার ঈদুল আযহা, কমিটির পক্ষ থেকে শুক্রবার সকাল থেকেই গোটা ঈদগাহ পরিস্কার করা হয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ঈদুল আযহা-র নামাজ সকাল ৭.৩০ মিনিটে হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now