গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ। ফলে একাধিক জেলায় আগামী কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা

Published : July 22, 2025
---Advertisement---

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বিশেষ করে ২৩ জুলাই মঙ্গলবার থেকে শুরু করে ২৭ জুলাই শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দেখা যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

আসুন দিনভিত্তিক জেনে নিই আবহাওয়ার পূর্বাভাস—

২৩ জুলাই, মঙ্গলবার
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও।

২৪ জুলাই, বুধবার
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

২৫ জুলাই, বৃহস্পতিবার
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

২৬ জুলাই, শুক্রবার
হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, কিছু জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২৭ জুলাই, শনিবার
সপ্তাহের শেষ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন।

সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা—
২৪ জুলাই থেকে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের সেই সময় থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now