গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাফালের বিরুদ্ধে অপপ্রচার? ফরাসি গোয়েন্দাদের সন্দেহের কেন্দ্রে চিন!

Published : July 8, 2025
---Advertisement---

সম্প্রতি পাকিস্তানে চালানো ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ যে শুধু সীমান্তের ওপারে ধাক্কা দিয়েছে, তা নয়—কম্পন উঠেছে আন্তর্জাতিক কূটনীতি আর প্রতিরক্ষা ব্যবসার দুনিয়াতেও।আর এবার, ঠিক সেই পর্বের পর থেকেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ—ফরাসি গোয়েন্দা বিভাগ বলছে, রাফাল যুদ্ধবিমানকে ঘিরে শুরু হয়েছে সুপরিকল্পিত অপপ্রচার, যার পিছনে রয়েছে চিন!

তথ্য বলছে, চিন তার বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলিকে ব্যবহার করে রাফালের বিরুদ্ধে গুজব রটাচ্ছে—তাও আবার অত্যাধুনিক প্রযুক্তি ও এআই-এর সাহায্যে। উদ্দেশ্য একটাই—নিজেদের তৈরি যুদ্ধবিমানের বাজার তৈরি করা, আর ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবসায় ধাক্কা দেওয়া।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ফরাসি ইন্টেলিজেন্স সার্ভিসের হাতে প্রমাণ রয়েছে যে রাফালের বদনাম রটানোর পেছনে চিনা দূতাবাসগুলো সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। বিশেষ করে সেই দেশগুলোকে নিশানা করা হচ্ছে, যারা রাফাল কেনার বিষয়ে ভাবছে বা ইতিমধ্যে আলোচনা শুরু করেছে।

আর এই পুরো প্রচারের ভিত্তি—পাকিস্তানের সেই পুরনো দাবি, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের এক বা একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যদিও ভারত এই দাবিকে কখনও স্বীকার করেনি।
প্রেস ব্রিফিংয়ে এয়ার মার্শাল এ কে ভারতী বলেছিলেন, “ক্ষয়ক্ষতি যে কোনও যুদ্ধের অংশ,” কিন্তু সরাসরি রাফাল ভূপাতিত হয়েছে কিনা, তা বলেননি।

এদিকে ভারতীয় নৌবাহিনীর এক অফিসার ক্যাপ্টেন শিব কুমার জানিয়েছেন, প্রথম দিনেই ভারত কিছু যুদ্ধবিমান হারিয়েছে, তবে তিনি ‘পাঁচটি রাফাল নষ্ট হয়েছে’—এই দাবিকে সমর্থন করেননি।রাফাল নির্মাতা সংস্থা ড্যাসোঁ অ্যাভিয়েশন-এর সিইও এরিক ট্র্যাপিয়ারও এই দাবি খারিজ করে দিয়েছেন। তাঁর ভাষায়, পাকিস্তানের দেওয়া ছবি ও তথ্যে কারসাজি রয়েছে—এআই দিয়ে তৈরি ‘ফেক’ ছবি ছড়িয়ে রাফালের দুর্নাম ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ফরাসি গোয়েন্দা দফতরের দাবি, শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়—চিনা দূতাবাসের প্রতিরক্ষা আধিকারিকরা একাধিক বৈঠকে সেই একই কথা বারবার বলে যাচ্ছেন, যেন করে করে বিশ্বাসযোগ্য করে তোলা যায়।তবে বেজিং-এর সাফ জবাব, “এ সব ভিত্তিহীন অভিযোগ”—তারা পুরো ঘটনাকেই উড়িয়ে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছেই—চিন কি তবে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে না পেরে ছড়িয়ে দিচ্ছে প্রযুক্তি-ভিত্তিক গুজব? এই প্রশ্নের জবাব হয়তো সময় দেবে, তবে আপাতত, রাফালকে ঘিরে তথ্যযুদ্ধ কিন্তু তুঙ্গে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now