গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চালান বিহীন অতিরিক্ত বালি বোঝাই ১৬ টি গাড়ি আটক! গ্রেপ্তার ১৭ জন।

Published : April 19, 2025
---Advertisement---

চালান বিহীন অতিরিক্ত বালি বোঝাই ১৬ টি গাড়ি আটক। গ্রেপ্তার ১৭ জন। বেআইনি বালি পাচার রোধে কড়া পদক্ষেপ পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশের। বালি পাচারকারীদের বাড়বাড়ন্তের অভিযোগ বাড়ছিল দিনের পর দিন। এবার বড়সড় সাফল্য পেল জামালপুর থানার পুলিশ।

শুক্রবার রাতভর জামালপুর ব্লকের পাঁচড়া কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বালি বোঝাই চালানবিহীন ১৬ টি গাড়িকে আটক করা হয়। পাশাপাশি চালক ও খালাসি মিলিয়ে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ।আজ শনিবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now