গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে: ঘরোয়া অনুষ্ঠানে বসলেন পিঁড়িতে, রইল না সুকান্তের উপস্থিতি

Published : April 18, 2025
---Advertisement---

বিজেপির বিশিষ্ট নেতা দিলীপ ঘোষ ৮ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় রিঙ্কু মজুমদার-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এই বিয়ে সম্পূর্ণ ঘরোয়া আয়োজনে হচ্ছে, যেখানে কেবল কাছের মানুষদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।

বিয়ের সময় ও স্থান

⏰ সময়: বিকেল সাড়ে ৫টা
📍 স্থান: ব্যক্তিগত বাসভবন (কলকাতা)

রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া

বিজেপির অন্যতম নেতা সুকান্ত মজুমদার সকালে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে, তিনি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন না।সুনীল বনসল অমিতাভ চক্রবর্তী ,মঙ্গল পাণ্ডে ,অমিত মালব্য ,গিয়েছিলেন শুভেচ্ছা জানাতে

ব্যক্তিগত নাকি রাজনৈতিক?

এই বিয়ে ব্যক্তিগত পর্যায়ে হলেও, যেহেতু দিলীপ ঘোষ একজন বড় রাজনৈতিক মুখ, তাই এটি সামাজিক ও রাজনৈতিক আলোচনা সৃষ্টি করবেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now