গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডাকাতির ছক বানচাল করলো বর্ধমান থানার পুলিশ,বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র,গ্রেফতার ৪ দুষ্কৃতী

Published : April 26, 2025
---Advertisement---

গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীররাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতকারীকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।ধৃত শেখ মিরাজ, রাজা ভূইয়া, বিজয় ভৌমিক বর্ধমান শহরের বাসিন্দা এবং সুদীপ দাস আসানসোলের বাসিন্দ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান সর্টার পিস্তল,একটি গুলি, ভোজালি, নাইলনের দড়ি ও লাঠি।

ধৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করে শনিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,শুক্রবার গোপন সূত্রে খবর আসে রাতে এনএইচ ২ বি জাতীয় সড়ক সংলগ্ন বীরপুর রেল লাইনের কাছে জঙ্গলে জনা দশেক দুষ্কৃতকারী একত্রিত হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে।সঙ্গে সঙ্গে পুলিশের বিশেষ বাহিনী অভিযান চালালে বাকিরা চম্পট দিলেও ৪ জনকে ধরে ফেলে পুলিশ।তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,ধৃতের বিরুদ্ধে অন্যান্য থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now