গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভাড়া বাকি, গলসির বন্ধন ব্যাংকে পড়লো তালা

Published : May 23, 2025
---Advertisement---

প্রায় এক বছর ধরে ভাড়া বকেয়া থাকায় পূর্ব বর্ধমান জেলার গলসির বাবলা শাখায় বন্ধন ব্যাংকে তালা ঝুলিয়ে দিলো বাড়ির মালিক। শুক্রবার সকালে ব্যাংকে গিয়ে দেখা গেলো ব্যাংকের সামনে তালা ঝুলিয়ে দিয়ে তাতে লেখা রয়েছে “ব্যাংক বন্ধ থাকিবে, বকেয়া ভাড়া না মেটানো অবধি ব্যাংক বন্ধ থাকিবে” নিচে বাড়ি মালিকের নাম লেখা আছে। কিছুক্ষণ পরে ব্যাংক কর্তৃপক্ষ এসে মালিকের সাথে কথা বলে তালা খোলেন।

বাড়ি মালিক জানান এক বছর ধরে তিনি কোন ভাড়া পাননি। তাই তিনি বাধ্য হয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছেন। আজ গলসি থানায় বসে আলোচনা করা হয়, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে এক মাসের মধ্যে পুরো বকেয়া মিটিয়ে দিবেন, তাই আমি তালা খুললাম। ব্যাংকের এক আধিকারিক জানিয়েছেন যে বাড়ি মালিকের সাথে তাদের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি পত্র পরিবর্তন হওয়ার কারণেই এই সমস্যা, বাড়ি মালিকের পাওনা টাকা খুব দ্রুত পরিশোধ করা হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now