গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এবার প্লেব্যাক! কোন ছবির জন্য গান গাইলেন আরাত্রিকা?

Published : June 1, 2025
---Advertisement---

সারেগামাপার সাফল্যের পর এবার একের পর এক ছবিতে প্লে ব্যাকের ডাক পাচ্ছেন আরাত্রিকা। বিভিন্ন জেলার নানান উৎসব, জলসা থেকে ডাক আসছে তাঁর। সেই সঙ্গে চলছে প্লেব্যাক। কোন ছবির জন্য গান গাইলেন তিনি? চলতি বছরের সারেগামাপায় তিনি খ্যাতির শিখরে পৌঁছেছেন। তাঁর গানে মুগ্ধ সকলেই। পেয়েছেন কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড। সারেগামাপা থেকে বেরোনোর পরপরই একটি ছবির জন্য প্লেব্যাক করেন। এবার জীবনের দ্বিতীয় প্লেব্যাক করলেন আরাত্রিকা

আরাত্রিকা নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি তাঁর দ্বিতীয় প্লেব্যাক করলেন। সারেগামাপা থেকে বেরোনোর কিছু মাসের মধ্যেই দুটি প্লেব্যাক করার সুযোগ পেলেন তিনি। তবে এবার একদম একটি অরিজিন্যাল গান রেকর্ড করেছেন বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন। জীবনে দ্বিতীয় সিনেমায় প্লে ব্যাক করলাম।’

তিনি জানান, তাঁর এই গানটি শোনা যাবে ওভার লোড নামক একটি ছবিতে। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘প্রথম সিনেমায় একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। কিন্তু আজ একেবারে নতুন গান, নতুন লেখা, নতুন সুর। এ কাজের স্বাদ আলাদা। ছবির নাম – ওভার লোড। ধন্যবাদ অমিতাভ দাশগুপ্ত জেঠু।’ এদিন এই পোস্টের সঙ্গে আরাত্রিকা তাঁর প্লেব্যাকের সময়ের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now