বর্ষার শুরু থেকেই বাংলার আকাশে মনোরম আবহাওয়া। একটানা বৃষ্টিতে গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তি ফিরেছে। আষাঢ় মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টির ফলে অনেকটাই কমে এসেছে তাপমাত্রা।আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৩ ডিগ্রি। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির কারণে সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে জারি হয়েছে কমলা সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বীরভূমে জারি হয়েছে হলুদ সতর্কতা—এলাকাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সারা দিন।
আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে বলেই পূর্বাভাস। যদিও সপ্তাহান্তে ভারী বৃষ্টির আশঙ্কা কম, তবে আগামী সোমবার থেকে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতেও থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সব মিলিয়ে, আগামী কয়েক দিন ছাতা হাতে পথ চলাই হবে দক্ষিণ ও উত্তরবঙ্গের নিত্য সঙ্গী।