মন্তেশ্বরে তাঁর ওপর হামলার পর বর্ধমানে জেলা পুলিশ সুপারের অফিসে এসে মন্তেশ্বর থানার আইসির বিরুদ্ধে অভিযোগ জানালেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। তিনি বলেন,তৃণমূলের ইতিহাসে এমন জঘন্য ঘটনা ঘটেনি। একজন ক্যাবিনেট মিনিস্টার এভাবে আক্রান্ত হয়নি। আমি তৃণমূলের কোনও ক্ষতি করিনি।আজকেআহমেদ শেখের নেতৃত্বে যে মব ছিল পুলিশ চাইলে তা হঠিয়ে দিতে পারতো।
মন্তেশ্বরের আইসি একশো শতাংশ দায়ী। তার সামনে আমার গাড়িতে ইট পড়েছে। পুরোপুরি খুনের চক্রান্ত। আইসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এমন অপরাধীদের ছাগল চড়ানো দরকার। এরা মাওবাদী কিনা ভয় হচ্ছে। প্রত্যেকের কোমরে দুটো করে রিভলভার। পুলিশ দেখতে পায় না! এই সন্ত্রাস বন্ধ না হলে সিপিএমের বিরুদ্ধে যেমন আন্দোলন হয়েছে সিদ্দিকুল্লা তেমন আন্দোলন করবে। দল ব্যবস্হা না নিলে 10 জুলাই কলকাতায় আন্দোলন হবে।
Read more – আউশগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব: হাতাহাতি, বোমাবাজিতে উত্তপ্ত গেঁড়াই গ্রাম
দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো লোকদের রাখবে। এই নৈরাজ্য মানবো না। দরকারে দল ছেড়ে দেব। আমাদের অবদান ছাড়া তৃণমূল ক্ষমতায় আসতে পারতো না। সুবিচার না হলে দল ছেড়ে দেব। আই সির বিরুদ্ধে, আহমেদ সেখের বিরুদ্ধে অ্যাকশন চাই।