প্রতিদিনই আকাশ থাকছে মেঘলা। বৃষ্টি ঝড়ছে মাঝেমধ্যেই। তবে এ বৃষ্টি কিছুই নয়, আরও বড় দুর্যোগ অপেক্ষা করছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় প্রবল বৃষ্টি বা অতিবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন এই প্রতিবেদনে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। তার সঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সবেমিলিয়ে আকাশ থাকছে মূলত মেঘলা। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে আগামী কয়েক দিন। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশ জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বা প্রবল বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সাত জেলাতে। এগুলি হল পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি। এই জেলাগুলিতে শুক্রবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা।
শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি হতে পারে। উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। পার্বত্য এলাকার কোনও কোনও স্থানে ধস নামতে পারে। শহর এলাকায় জল জমবে। নিচু এলাকায় বন্যার আশঙ্কা থাকবে।আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতি তে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু