গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অমর সঙ্গী’র পর ফের ছোট পর্দায় ফিরছেন শ্যামৌপ্তি, কোন সিরিয়ালে দেখা যাবে তাঁকে?

Published : May 26, 2025
---Advertisement---

ফিরলেন লাইট ক্যামেরা অ্যাকশনে। ফের ধারাবাহিকে কাজ শুরু করলেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। এবার কোন সিরিয়ালে দেখা যাবে তাঁকে? কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘অমর সঙ্গী’। এই মেগায় প্রথমবার জুটি হিসাবে দেখা গিয়েছিল নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলিকে। মিষ্টি প্রেমের গল্পে ভালই এগোচ্ছিল ধারাবাহিক। তবে কয়েক মাসের মধ্যেই এই মেগা শেষ হয়ে যাওয়ায় বিমর্ষ হন দর্শকরা। তাঁদের জন্য এবার খুশির খবর। আবার ছোট পর্দায় ফিরছেন শ্যামৌপ্তি। তবে এই মুহূর্তে নিজের অন্য একটি উদ্যোগে ব্যস্ত অভিনেত্রী। এক ছাদের তলায় ক্যাফে ও বুটিক তৈরি করেছেন। নতুন সেই কাজ নিয়েই এখন ব্যস্ত শ্যামৌপ্তি। এর মধ্যেই ফিরলেন শুটিংয়ে।

তবে নতুন নয়, পুরনো ধারাবাহিকেই এন্ট্রি হল তাঁর। সান বাংলার ধারাবাহিক ‘পুতুল টিটিপি’তে আসছে জামাইষষ্ঠী স্পেশাল পর্ব। সেখানেই বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে শ্যামৌপ্তিকে। ইতিমধ্যেই প্রোমোর শুটিং সেরেছেন অভিনেত্রী। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘পুতুল-ময়ূখ’-এর ভূমিকায় অভিনয় করছেন খেয়ালী মণ্ডল ও সৈয়দ আরেফিন। জামাইষষ্ঠীতে বিপাকে পরে পুতুল। তার পাশে দাঁড়াতেই হাজির হবেন শ্যামৌপ্তি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now