যশ নুসরত জুটি ভেঙে যাচ্ছে! বড়সড় চিড় ধরেছে তাদের সম্পর্কে! টলিপাড়ায় এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন। কিন্তু কেন এমনটা হল? সম্পর্কের মাঝে কি এলো অন্য কেউ? যশ নুসরত টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন এই সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। যদিও এই গুঞ্জনের খবর সম্পূর্ণ অস্বীকার করেছেন যশ। মুখে কুলুপ এঁটেছেন নুসরতও। তবে তারপরও থামছে না বিচ্ছেদ চর্চা। কিন্তু কেন এই দূরত্ব? এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তৃতীয় ব্যক্তির কারণেই নাকি যশ-নুসরতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আর এই তৃতীয় ব্যক্তি নাকি যশ দাশগুপ্তের ‘প্রাক্তন’। তবে তাঁদের এই দূরত্ব নাকি সাম্প্রতিক নয়, তাঁদের প্রযোজনায় তৈরি ‘আড়ি’-র আগেই থেকেই। শুধুমাত্র ছবির প্রচারেই প্রকাশ্যে সদ্ভাব রেখেছিলেন দুজনে। দূরত্বের বিষয়টি সামনে আসতে দেননি কোনওভাবেই।
টলিপাড়ায় জোর গুঞ্জন, ফের নাকি অভিনেতার কাছাকাছি এসেছেন তাঁর ‘প্রাক্তন’, ব্যক্তিগত ম্যানেজার পুনম ঝা। আর অতি সম্প্রতি নুসরত বেশ কিছুদিনের জন্য যশের ফ্ল্যাটে গিয়ে থাকা শুরু করলে বিষয়টি তিনি জানতে পারেন। এরপরই নাকি সম্পর্কের ভাঙন শুরু। দুজনে এখন নাকি ঘুরতে গেছেন আলাদা আলাদাভাবে। যশ নাকি ইনস্টাগ্রামে আনফলো করেছেন নুসরতকে। জল্পনা বাড়তেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন যশ দাশগুপ্ত। অভিনেতা সাফ জানান, ভুয়ো খবর ঘুরছে। সবটাই গুজব। নুসরত জাহানের সঙ্গে কোনও সমস্যাই হয়নি তাঁর। ইনস্টাগ্রামে’ আনফলো’ করার বিষয়টি অভিনেতা?বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণেই তাঁর প্রোফাইল থেকে নুসরতকে ফলো করা যাচ্ছে না।