গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিশ্বের সেরা প্রযুক্তির গাড়িটি রয়েছে নীতা আম্বানির কাছে

Published : August 13, 2025
---Advertisement---

ভারতের ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির গাড়ির সম্ভার নিয়ে যতই আলোচনা হোক, দেশের সবচেয়ে দামি গাড়ির মালিক কিন্তু তাঁর স্ত্রী, নীতা আম্বানি। প্রায় ১০০ কোটি টাকা মূল্যের এই গাড়ির নাম Audi A9 Chameleon – একটি এমন যান, যা বিলাসিতা আর প্রযুক্তির নিখুঁত মিশ্রণ।বিশ্বজুড়ে এই গাড়ির মালিক মাত্র ১১ জন। এর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো – রঙ পরিবর্তনের ক্ষমতা। একটি বোতাম টিপলেই গাড়ির রঙ পাল্টে যায়, যা সম্ভব হয়েছে ‘ইলেকট্রনিক কালার শিফট সিস্টেম’-এর মাধ্যমে। এ প্রযুক্তি এতটাই দুর্লভ যে খুব অল্প কয়েকটি গাড়িতেই এটি ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্সেও গাড়িটি অসাধারণ। এতে রয়েছে একটি ৮.০ লিটার V8 ইঞ্জিন, যা সর্বোচ্চ ৬০০ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। মাত্র কয়েক সেকেন্ডেই এটি ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম। উন্নত ব্রেকিং সিস্টেম ও সুরক্ষিত ডিজাইন গাড়িটিকে করেছে নিরাপদ এবং নির্ভরযোগ্য। ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে এই গাড়ি এককথায় অনন্য। প্রায় ৫ মিটার দীর্ঘ গাড়িটির উইন্ডশিল্ড ও ছাদ একসঙ্গে যুক্ত, যা দেয় একটি ফিউচারিস্টিক লুক। অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম লেদার, উড ফিনিশ ও কার্বন ফাইবার – যা যেকোনো গাড়িপ্রেমীর স্বপ্ন।

প্রযুক্তিগত দিক থেকেও গাড়িটি অত্যাধুনিক। এতে রয়েছে:

৩৬০-ডিগ্রি ক্যামেরা

AI-ভিত্তিক ড্রাইভিং অ্যাসিস্ট

ভয়েস কন্ট্রোল

ন্যাভিগেশন সিস্টেম

এছাড়া, একাধিক এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ও ট্র্যাকশন কন্ট্রোলসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে যাত্রার সর্বোচ্চ সুরক্ষা। নীতা আম্বানির এই Audi A9 Chameleon শুধু একটি যানবাহন নয়, এটি এক অনন্য বিলাসিতা ও মর্যাদার প্রতীক। প্রযুক্তি, গতি ও স্টাইলের এক অপূর্ব মেলবন্ধন—যা বিশ্বেও নজিরবিহীন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now