রাজ্যজুড়ে ফের সক্রিয় বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। এর সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। এই তিনের প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলবে ভারী বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে প্রবল বৃষ্টি। দার্জিলিং, মালদা ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে।
শনিবার থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা। এই পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টি জারি থাকবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই। কলকাতাতেও আগামী চার দিন আকাশ থাকবে মেঘলা, চলবে রুকুটুকু বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই মুখভার শহর কলকাতার। কোথাও কোথাও চলছে ঝিরঝিরে বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, নদীয়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। একটানা বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে গরম থেকে। তবে সামনের কয়েক দিন রাজ্যবাসীকে বৃষ্টির সঙ্গেই মানিয়ে নিতে হবে