গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসি থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, ৭৫ জন রক্তদাতা

Published : April 26, 2025
---Advertisement---

গলসি থানায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় ও গলসি থানার উদ্দ্যোগে শিবিরটি করা হয়। যেখানে পুলিশ ও সাধারণ মানুষ মিলিয়ে মোট ৭৫ জন রক্তদান করেন। শিবিরে সংগৃহীত রক্ত টেরসা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল রক্তদাতাকে একটি করে উপহার তুলে দেবার ব্যবস্থা করেন গলসি ওসি উত্তাল সামন্ত।

উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি ক্রাইম সুরজিৎ মন্ডল, ওসি উত্তাল সামন্ত ও মেজবাবু বুদ্ধদেব ঘোষ। ডিএসপি ক্রাইম সুরজিৎ মন্ডল জানান, বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। সেই সংকট মেটাতে গলসি থানায় শিবিরটি করা হয়েছে। বিপদগ্রস্ত মানু‌ষের পাশে থাকতেই এমন শিবির করা হয়েছে। তিনি বলেন, পুলিশের সাথে সাথে অনেক সাধারণ মানুষও এই শিবিরে অংশগ্রহণ করেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now