ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ উঠেছে, কিছু ক্ষেত্রে শ্রমিকদের বাংলাদেশি বলে অপবাদ দিয়ে তাদের পাঠিয়ে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে। এই আবহে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে রাজ্য পুলিশ চালু করেছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর। পুলিশ জানিয়েছে, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু পরিযায়ী শ্রমিক। অনেকেই হেনস্থার মুখোমুখি হচ্ছেন। কিন্তু কোথায় অভিযোগ জানাবেন, তা নিয়ে পরিষ্কার ধারণা নেই অনেকেরই। সেই কারণেই হোয়াটসঅ্যাপ-ভিত্তিক একটি হেল্পলাইন চালু করা হয়েছে— নম্বরটি হল ৯১৪৭৭২৭৬৬৬।
এই নম্বরে ফোন নয়, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে হবে সমস্যার কথা। নিজের নাম, ঠিকানা, এবং সমস্যার বিস্তারিত তথ্য পাঠাতে হবে এই নম্বরে। রাজ্য পুলিশ জানিয়েছে, প্রতিটি তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্য পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে রাজ্য পুলিশ জানিয়েছে— “আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি, বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বহু মানুষ নানা সমস্যার মুখে পড়ছেন। কিন্তু তাঁরা বা তাঁদের পরিবার জানেন না কোথায় অভিযোগ জানাবেন। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি।” পাশাপাশি পুলিশ সাধারণ নাগরিকদের অনুরোধ করেছে, সমস্যায় পড়লে যেন সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় বা জেলা কন্ট্রোল রুমে যোগাযোগ করা হয়।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদও শুরু করেছে। এমন পরিস্থিতিতে রাজ্য পুলিশের এই হেল্পলাইন চালু করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য পুলিশের এই হেল্পলাইন যেন সত্যিই বাংলার পরিযায়ী শ্রমিকদের কাছে সহায়তার একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে ওঠে— এমনটাই চাইছেন তাঁদের পরিবার ও স্বজনেরা।