পুলিশি ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থানে মঠ মন্দির,দেবদেবীর মূর্তি ভাঙচুর, হিন্দু সম্পত্তি লুটপাঠ,খুন অগ্নিসংযোগ ও মা-বোনেদের সম্মান রক্ষার্থে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবিতে মিছিল ও ডিএম ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের। বীরহাটা উৎসব ময়দান থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে আসেন বিক্ষোভকারীরা।

মিছিল ও ডেপুটেশনকে কেন্দ্র করে কার্জন গেট চত্বর ব্যারিকেড করার পাশাপাশি ও নিরাপত্তা চাদরে মুরে ফেলা হয় কোর্ট কম্পাউন্ড এলাকা