গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ট্রেনে ওটার ১৫ মিনিট আগে কাটা যাবে বন্দে ভারতের টিকিট!

Published : July 20, 2025
---Advertisement---

বন্দে ভারত ট্রেনের টিকিটে নতুন নিয়ম, ১৫ মিনিট আগেও কাটা যাবে টিকিট! বন্দে ভারত ট্রেন যাত্রীদের কাছে বরাবরই জনপ্রিয়। এবার দক্ষিণ রেলওয়ে চালু করল নতুন এক রিজার্ভেশন ফেসিলিটি, যেখানে ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেও টিকিট কাটা যাবে সেই স্টেশন থেকেই।এই বিশেষ সুবিধা গত বৃহস্পতিবার থেকে চালু হয়েছে আটটি বন্দে ভারত এক্সপ্রেসে। এমনকি ট্রেন ছাড়ার পরও যদি সিট খালি থাকে, তাহলে অনলাইনেই টিকিট কাটা যাবে। উদাহরণস্বরূপ, যদি চেন্নাই এগমোর থেকে ট্রেন ছাড়ে সকাল ৫টায়, তাহলে সেদিন ভোর ৪:৪৫ পর্যন্ত টিকিট কাটা যাবে। এই সুবিধা চালু হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে চেন্নাই-বিজয়ওয়াড়া, চেন্নাই-নাগেরকোলি, কোয়েম্বাটুর-বেঙ্গালুরু, ম্যাঙ্গালুরু-মাদগাঁও-সহ মোট ৮টি রুট।এই পদক্ষেপে আরও বেশি যাত্রী শেষ মুহূর্তেও বন্দে ভারতে যাত্রার সুযোগ পাবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now