ছয় দফা দাবির ভিত্তিতে পূর্ব বর্ধমানের সি এম ও এইচ কে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা।শুক্রবার বেলা বারোটা নাগাদ বর্ধমানের কার্জন গেট চত্বর থেকে মিছিল করে পূর্ব বর্ধমানের সি এম ও এইচ অফিসে আছে তারা, এরপর সি এম ও এইচ জয়রাম হেমব্রম কে ডেপুটেশন প্রদান করে।
Read More – পূর্ব বর্ধমানের শক্তিগড়ে পারিবারিক অশান্তির জেরে কুড়ুল দিয়ে ছেলেকে খুন করল বাবা
তাদের দাবি, আরবান আশাকর্মীদের নূন্যতম মাসিক বেতন ১৫০০০ টাকা ও ইনসেনটিভের বরাদ্দ বাড়ানো এবং ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া বন্ধ করে সমস্ত বকেয়া ইনসেনটিভ সত্বর মেটানো ও কর্মরত অবস্থায় আরবান আশাকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সহ মোট ছয় দফা দাবিতে তারা এই দিন সি এম ও এইচ অফিসে এসে সি এম ও এইচকে ডেপুটেশন দেন
Post Views: 144