গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি অটোমোবাইল মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ফেসবুকের নাম ব্যবহার করে চলছে,Unofficial Meet-up সাবধান।

Published : June 22, 2025
---Advertisement---

বর্তমান সময়ে বেড়েছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়টরের সংখ্যা। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়টরেরা নিজেদের মধ্যেই মিলন উৎসব বা মিলন মেলার আয়োজন করছেন। কোন যায়গায় নাম দেওয়া হচ্ছে ‘ফেসবুক মিটআপ’ আবার কোন যায়গায় নাম দেওয়া হচ্ছে ‘ফেসবুক মিলন উৎসব‘। এখানে সমস্ত খরচাই তাদের নিজেদেরকে করতে হয়। এখানে আসা প্রত্যেকজনকে দিতে হয় টাকা।

এখানে আসা প্রত্যেককে উদ্দোগতাদের পক্ষ থেকে ফেসবুকের লোগো দেওয়া ট্রফি ও মেডেল দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে ফেসবুকের লোগো কি যে কেউ ব্যবহার করতে পারে? আজকাল চারিদিকে চলছে ফেসবুক মিটআপের ধুম। নতুন কানেকশন, কমিউনিটি বিল্ডিং—সবই দারুণ!

Read more – লাল গেঞ্জি, গামছা মাথায় ইলাবাজারে কি খুঁজছেন গায়ক অরিজিৎ সিং ?

কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই ভুলে যাই—ফেসবুকের লোগো ব্যবহার করা কি আইনসিদ্ধ? ফেসবুক, বা এখনকার Meta, তাদের লোগো, বিশেষ করে সেই পরিচিত নীল বক্সের ভেতরে “f” অক্ষরটি, ব্যবহার করার জন্য কড়া নিয়মাবলী তৈরি করেছে। এই লোগো তাদের ব্র্যান্ডের সম্পদ, এবং এর ব্যবহার নিয়ে তারা খুবই সচেতন। আপনি যদি ফেসবুকের লোগো আপনার মিটআপে ব্যবহার করতে চান—পোস্টার, ব্যানার বা সোশ্যাল মিডিয়ায়—তাহলে আপনাকে প্রথমেই যেতে হবে Meta’র Brand Resources ওয়েবসাইটে।

সেখানে বিস্তারিত নির্দেশিকা আছে কিভাবে, কোথায়, এবং কখন লোগো ব্যবহার করা যাবে। প্রয়োজন হতে পারে Meta Store-এর মাধ্যমে অনুমতি চাওয়া। মনে রাখতে হবে লোগোর রঙ, শেপ বা ডিজাইন পরিবর্তন করা যাবে না কালো, রঙিন বা ডিজাইন করা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে না লোগো ব্যবহার করতে হলে সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে সেই নির্দিষ্ট নীল বাক্স সংস্করণটি রাখতে হবে

তাহলে করণীয় কী?

যদি নিশ্চিত নন বা অনুমতি না পান, তবে নিজস্ব একটি মিটআপ লোগো তৈরি করুন। আপনার ইভেন্টের নাম, থিম বা কমিউনিটির পরিচয়কে তুলে ধরবে এমন কিছু ব্যবহার করুন। এতে আপনি যেমন স্বাধীন থাকবেন, তেমনি ফেসবুকের নীতিমালাও লঙ্ঘিত হবে না। মনে রাখবেন—একটা মিটআপ শুধু ফেসবুকের নামেই সফল হয় না, সফল হয় কমিউনিটির স্পিরিট দিয়ে। সতর্ক থাকুন, সচেতন হোন – সবার জন্য একটি পজিটিভ ও নিরাপদ অভিজ্ঞতা গড়ে তুলুন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now