পূর্ব বর্ধমানে বর্তমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখলো তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। শুক্রবার দলের পক্ষ থেকে সাংগঠনিক রদবদলের কথা ঘোষণা করা হয়। প্রকাশিত তালিকায় পূর্ব বর্ধমান জেলার সভাপতির পথে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়েরই নাম রয়েছে। অর্থাৎ তাঁর নেতৃত্বেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন লড়তে চলেছে শাসক দল।
Read More – গলসির কুলগড়িয়াতে গার্ডওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
কে জেলা সভাপতি হবেন তা নিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সব মহলেই জল্পনা তুঙ্গে পৌঁছেছিল। হাওয়ায় ভাসছিল প্রাক্তন জেলা সভাপতি স্বপন দেবনাথের নাম। বয়সের কারণে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিকল্প খুঁজছিল দল। তবে স্বপন দেবনাথও মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়েন, জেলা সভাপতির দায়িত্ব তাঁর কাছে বাড়তি বোঝা হয়ে দাঁড়াতে পারে – এমনটাও ভাবনায় উঠে আসে। এরপর জেলা সভাপতি হিসেবে সামনে এসেছিল মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের নাম। স্বপন দেবনাথ সহ ছয় বিধায়ক তাঁর পক্ষে মত দিয়েছিলেন। সব দিক বিচার বিশ্লেষন করে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ওপরেই ভরসা রাখলো দল।
জেলা সভাপতি পদে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় থেকে গেলেও সংগঠনের বাকি স্তরগুলিতে বেশ কিছু পরিবর্তন হবে বলে তৃণমূল সূত্রে খবর। বদল হতে পারেন বর্ধমান শহর সভাপতি। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদেও বদল হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও একাধিক ব্লক সভাপতি বদলে দেওয়া হতে চলেছে বলে খবর। এখন কোন কোন ব্লকে সভাপতি বদল হচ্ছে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তৃণমূলের নেতা কর্মীরা