গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলসি বাজারে টোটোর দৌরাত্ম্য: অতিষ্ঠ গলসি বাসি

Published : November 24, 2024
---Advertisement---

গলসি বাজারে টোটোর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নির্দিষ্ট টোটো স্ট্যান্ডের অভাবে, চালকরা জাতীয় সড়কের সার্ভিস রোডেই টোটো রেখে যানজট তৈরি করছেন।

সার্ভিস রোড ও যানজট

গলসি বাজারের জাতীয় সড়কের সার্ভিস রোডের দু’পাশে সবজির বাজার বসে। সকালে প্রচুর ভিড়ের মধ্যে টোটো চালকদের উল্টোপথে চলাচল যানজটকে আরও তীব্র করে তুলছে।

টোটো চালকদের অনিয়ম

টোটো চালকরা মানছেন না কোনো নির্দিষ্ট বিধিনিষেধ। যেকোনো দিক দিয়ে চলাচল এবং উল্টো পথে টোটো নিয়ে যাওয়া এখন নিত্যদিনের চিত্র।

স্থানীয়দের অভিযোগ ও সমাধান

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দাবি, টোটো নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে হবে

যদি প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করে এবং নিয়ম মানার ওপর জোর দেয়, তবে এই সমস্যার সমাধান সম্ভব। টোটোর নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি এবং নিয়মিত নজরদারি জরুরি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now