আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব!বিডিও-র অফিসের ভিতরেই হাতাহাতিতে জড়ালো তৃণমূলের দুইপক্ষ

বিডিও-র আফিসের ভিতরেই উপপ্রধানকে বন্দুকের বাঁটে করে মারার অভিযোগ তৃণমূল নেতা তথা আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি । আউসগ্রাম ২ ব্লক এলাকার ঘটনা।

ভাল্কি অঞ্চলের উপপ্রধানের অভিযোগ, বিডিও-র আফিসের ভিতরেই বন্দুকের বাঁটে করে তাকে মারধর করেন তৃণমূল নেতা তথা আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি অরূপ মির্ধা। এমনকি বিডিও অফিসে ভাঙচুর করা হয় ও তাকে হুমকিও দেওয়া হয় বলে দাবি তার।যদিও তৃণমূল নেতা তথা আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি অরূপ মির্ধার দাবি, উপপ্রধানকে মারধর করা হয়নি।

আউসগ্রাম ২নং ব্লকের বিডিও চিন্ময় দাসের উপস্থিতিতে প্রভাবশালী তৃণমূল নেতা সেখ আব্দুল লালন ও তাহার ছেলে আফজল রহমান ওরফে সঞ্জু যারা কোনো জনপ্রতিনিধি নয় তাও তারা অর্থ ও পরিকল্পনা স্থায়ী সমিতি,পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির মিটিং সহ সমস্ত সরকারী মিটিং গুলিতে উপস্থিত থাকেন এবং পরিচালনা করেন। সোমবারও একটি মিটিংয়ে তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার অরূপ মির্ধা সহ বেশ কয়েকজন সেই বিষয়ে লিখিত অভিযোগ জানাতে গেলে বিডিও-র সামনেই সেখ আব্দুল লালন-এর দলবল তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় তাদের ৪ জন আহত হয়েছেন বলেও অভিযোগ।

তৃণমূল নেতা সেখ আব্দুল লালন ও যুব নেতা আফজল রহমান ওরফে সঞ্জুর অভিযোগ, বিধায়কের নেতৃত্বেই এই আক্রমণ করা হয়েছে। দল এই ধরনের ঘটনাকে কোনদিন স্বীকৃতি দেয় না। আমাদের সন্দেহ হচ্ছে বিধায়ক ভিতরে ভিতরে দল পরিবর্তন করেছেন কিনা। প্রশাসনের কাছে ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।এসডিও(নর্থ) তীর্থঙ্কর বিশ্বাস জানান, বিডিও সাহেব অভিযোগ জানালে পুলিশ তা তদন্ত করবে, অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যান

অন্যান