এবার এসএসসি অফিসের সামনে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। গত বৃহস্পতিবার থেকে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টে প্রমাণ না হওয়া সত্ত্বেও এসএসসি তাদের নাম যোগ্য তালিকায় রাখেনি। ফলে তাদের সামাজিকভাবে অপমানিত হতে হচ্ছে। অবিলম্বে তাদের নাম যোগ্যদের তালিকায় রাখতে হবে এই দাবিতে টানা ছ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা।
চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনের জেরে গতকাল থেকে আটকে রয়েছেন অন্তত পঁচিশ জন কর্মী আধিকারিক। এসএসসির চেয়ারম্যান তাঁদের সঙ্গে বৈঠকে না বসা পর্যন্ত তাঁদের ছাড়া হবে না বলে ঘোষনা করেছেন চাকরিহারা শিক্ষকরা। অন্যদিকে আজ মঙ্গলবার থেকে ছ জন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা আমরণ অনশনে বসেছেন। তাঁদের যোগ্য হিসেবে ঘোষনা না করা পর্যন্ত অনশন চলবে।
ক্রমশই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন এই চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এর আগে তাঁরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করেছিলেন। গতকাল হাজরা মোড়ে জমায়েত হন তাঁদের একটা অংশ। সেখান থেকে তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড ঘটে। রণক্ষেত্রের চেহারা নেয় হাজরা মোড় এলাকা। এরপর আজ এসএসসি ভবনের সামনে অনশন শুরু করেছেন তাঁরা। সেইসঙ্গে চলছে এসএসসি অফিসের কর্মীদের আটকে রেখে অবস্থান বিক্ষোভ।

তাঁদের বক্তব্য, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কেউ আমাদের অযোগ্য প্রমাণ করতে পারেনি। অথচ ডিআই অফিসে যোগ্যদের যে তালিকা পাঠানো হয়েছে তাতে আমাদের নাম নেই। কেন এই বৈষম্য। এর বিহিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।