গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২৬ হাজার চাকরি বাতিল নিয়ে ফের শিরোনামে SSC কেলেঙ্কারি: যোগ্যরা বাঁচবে কি

Published : August 2, 2025
---Advertisement---

২৬ হাজার চাকরি বাতিলের পরিপ্রেক্ষিতে SSC কেলেঙ্কারি এখন আবার শিরোনামে। সুপ্রিম কোর্টের কাছে রিভিউ শুনানি শুরু হতে চলেছে, যার মাধ্যমে এই ঘটনার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে। ৪ অগস্ট থেকে ৮ অগস্ট পর্যন্ত, শীর্ষ আদালত এই মামলার পুনর্বিবেচনা করবে। সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীরা ইতিমধ্যেই এই শুনানিতে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ৩ এপ্রিলের ঐতিহাসিক রায়ের পর রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়। শীর্ষ আদালতের বেঞ্চ—প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমার ২৬ হাজার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে। আদালত জানায়, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেল থেকে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের মধ্যে যোগ্যতার সঠিক যাচাই হয়নি, যা থেকে অযোগ্য প্রার্থীদের নিয়োগ পেয়ে গিয়েছে।

এই রায়ের পর রাজ্য সরকারের রিভিউ পিটিশনের আবেদন খারিজ হয়ে গেলেও, এর পরবর্তী শোনা হয়ে উঠতে পারে চাকরি বাঁচানোর শেষ সুযোগ। বহু আবেদনকারী আবার আশার আলো দেখতে শুরু করেছেন। যদি সুপ্রিম কোর্ট রিভিউ শুনানিতে কিছু ছাড় দেয়, তবে যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচানোর সম্ভাবনা জাগতে পারে।চাকরি ফিরে পেতে প্রস্তুত হাজার হাজার আবেদনকারী বিগত বছরের কিছু প্রার্থীরা ইতিমধ্যেই সরকারি চাকরি ছেড়ে এসেছেন এবং তারা এখন আগের চাকরিতে ফিরে যাওয়ার আশায় রয়েছেন। শীর্ষ আদালত জানায়, যদি তারা পূর্বে সরকারি চাকরি ছেড়ে দিয়ে SSC প্যানেলের চাকরিতে যোগ দেন, তবে তাদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার সুযোগ থাকবে। আবার, চাকরি বাতিল হলেও তারা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষা দিয়ে আবেদন করতে পারবেন।

SSC কেলেঙ্কারি: এক দশকের দুর্নীতির চিত্র রাজ্য সরকারের বিরুদ্ধে প্রায় এক দশক ধরে চলা এই দুর্নীতির অভিযোগ সাম্প্রতিক সময়ে বেশ চর্চায়। বিভিন্ন পর্যায়ের মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে স্বজনপোষণ, অনিয়ম ও টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ বারবার উঠেছে। এতে বহু অযোগ্য প্রার্থী চাকরিতে নিয়োগ পেয়েছেন, যা বর্তমানে ২৬ হাজার চাকরি বাতিলের রায়ের মাধ্যমে পরিণত হয়েছে।

বেঁচে যাবে যোগ্যরা?
এখন সবচেয়ে বড় প্রশ্ন: যোগ্য প্রার্থীরা বেঁচে যাবেন? ২৬ হাজার চাকরি বাতিলের পুনর্বিবেচনা শুনানিতে সুপ্রিম কোর্ট কিছু ক্ষেত্রে কিছু ছাড় দিতে পারে, তবে সে ক্ষেত্রে প্রমাণ করতে হবে, তারা কোনোভাবে নিয়োগের অযোগ্য অংশ ছিলেন না। এই শুনানি শুধুমাত্র রাজ্য সরকারের জন্য নয়, হাজার হাজার আবেদনকারীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। যদি রিভিউ পিটিশন আংশিকভাবে মঞ্জুর হয়, তবে যোগ্য প্রার্থীরা সুবিচার পাবেন। তবে যদি খারিজ হয়ে যায়, তাহলে SSC-র ইতিহাসে এটি সবচেয়ে বড় চূড়ান্ত অধ্যায় হয়ে থাকবে।

শিক্ষা ও রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া
শিক্ষা মহলে এই শুনানিকে ‘শেষ আশার আলো’ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলেও বিষয়টি এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের একটি ইস্যু বিরোধীদের পক্ষে বড় হাতিয়ার হতে পারে। SSC কেলেঙ্কারি তাই রাজ্যের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now