গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, কোন কোন জেলায় বৃষ্টি ?

Published : July 19, 2025
---Advertisement---

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর অবশেষে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে রাজ্যবাসী। বুধবার নিম্নচাপের শক্তি হারানোর পর অনেকটাই কমেছে বৃষ্টির প্রকোপ। এর ফলে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন।

Read More – উত্তর ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা, প্রশাসন সতর্ক

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে, যদিও সতর্কতা জারি হয়নি।

তবে হাওয়া অফিস জানাচ্ছে, এই স্বস্তি খুব বেশি দিনের নয়। সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে রাজ্যজুড়ে আগামী দিনগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অক্ষরেখা বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ হয়ে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের ওপর দিয়ে পূর্ব দিকে সরে এসে পুরুলিয়া এবং দিঘার দিকে চলে এসেছে। এর জেরেই রাজ্যের প্রায় সব জেলাতেই ফের বৃষ্টির সম্ভাবনা।

এদিকে, দক্ষিণবঙ্গে আজ কিছুটা বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাত জারি থাকবে। আজ রাজ্যের মোট ৮টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরের আবহাওয়া থাকবে কিছুটা আর্দ্র। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সব মিলিয়ে, আপাতত বৃষ্টি কিছুটা বিরতি নিলেও ফের সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখা। তাই রাজ্যবাসীকে এখনও বৃষ্টির প্রভাবের জন্য তৈরি থাকতে হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now