গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেমারি তে চলন্ত ট্রেনে ধোঁয়া : আতঙ্কিত যাত্রীরা

Published : June 16, 2025
---Advertisement---

চলন্ত ট্রেন থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। শিয়ালদা-বর্ধমান লোকাল ট্রেনে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মেমারি স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি মেমারি স্টেশনে এসে দাঁড়ায় এবং প্রায় দুই ঘণ্টা সেখানে আটকে থাকে।

প্রথমে যাত্রীরা ইঞ্জিনে আগুন বা বড় কোনো ত্রুটি ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। তবে স্টেশন কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিনে কোনো সমস্যা নেই। ট্রেনের ব্রেক ধরার পর তা রিলিজ না হওয়ার কারণেই ধোঁয়া বের হয়েছিল। পরে টেকনিশিয়ান ও মিস্ত্রিরা এসে পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যা সমাধান করেন। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের অন্য ট্রেনে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে ট্রেনটি স্বাভাবিকভাবেই চলাচল শুরু করে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now