গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রিচার্জ না থাকলে মাঝরাতেই বন্ধ হয়ে যাবে ফ্যান-লাইট! স্মার্ট মিটারে কি নিয়ম চালু হচ্ছে?

Published : June 1, 2025
---Advertisement---

ফেলো কড়ি, মাখো তেল। এবার বাড়ি বাড়ি বসতে চলেছে বিদ্যুতের স্মার্ট মিটার। মোবাইল ফোনের মতো প্রিপেড রিচার্জ করতে হবে। যত টাকা রিচার্জ করবেন বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন ততটাই। তাহলে মাঝরাতে রিচার্জ ফুরিয়ে গেলে কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে আলো পাখা? এতে কি বিদ্যুতের জন্য অনেক বেশি টাকা গুনতে হবে? এতদিন তিন মাস অন্তর বিদ্যুতের বিল আসতো।

একসঙ্গে তিন মাসের বা প্রতি মাসে সেই বিল মিটিয়ে দেওয়া যেত। কিন্তু এবার ধাপে ধাপে গোটা রাজ্যকেই স্মার্ট মিটারের আওতায় নিয়ে আসা হচ্ছে। আর তা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। অনেকেই ভয় পাচ্ছেন, স্মার্ট মিটারে বিল বেশি আসবে অথবা রিচার্জ শেষ হলে মাঝরাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে

Read more – হাওড়া-বর্ধমান রুটে চালু হচ্ছে এসি লোকাল! কোন কোন স্টেশনে দাঁড়াবে?

তবে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা বলছেন, স্মার্ট মিটার নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। বিল বেশি আসার কোনো সম্ভাবনা নেই। বিদ্যুৎ দফতর জানিয়েছে, স্মার্ট মিটার ব্যবহারের ফলে গ্রাহকরা প্রতি মাসের বিদ্যুতের ব্যবহার সম্পর্কে অনলাইনে বা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। রিচার্জ শেষ হওয়ার পরেও গ্রাহকরা ৩০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এই সীমা অতিক্রম করার পরেই সংযোগ বিচ্ছিন্ন হবে।

তবে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রেও বিশেষ নিয়ম রয়েছে। শনিবার, রবিবার বা অন্য কোনো ছুটির দিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না। এছাড়াও, প্রতিদিন বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত কোনো লাইন কাটা হবে না। শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।গ্রাহক বকেয়া পরিশোধ করলেই স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে। এখন আর লাইন জোড়ার জন্য কারও আসার প্রয়োজন নেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now