জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’—যা সম্প্রতি কানাডার এক শহরে চালু হয়েছে। স্ত্রী গিনি চত্রথের সঙ্গে যৌথভাবে শুরু করা এই ক্যাফে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছিল। কিন্তু উদ্বোধনের পরই এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সম্প্রতি রাত একটার সময় ক্যাফেটির সামনে একাধিক রাউন্ড গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। ভাগ্যবশত, সেই সময় ক্যাফেটি বন্ধ ছিল এবং কোনও হতাহতের খবর নেই। স্থানীয়দের আতঙ্কিত করে তোলে পরপর গুলির শব্দ। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। তদন্তে নেমে পুলিশ জানায়, মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আসে আরও ভয়াবহ খবর। কপিল শর্মাকে সরাসরি হুমকি দিয়েছে খলিস্তানি জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)।
সংগঠনের প্রধান গুরপতওয়ন্ত সিং পান্নুন একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, কপিল কানাডায় বিনিয়োগ করে নাকি মোদীর ‘হিন্দুত্ববাদী’ আদর্শকে ছড়িয়ে দিতে চাইছেন। পান্নুন হুঁশিয়ারি দিয়ে বলেন, “কানাডা তোমার ব্যবসার জায়গা নয়। রক্তমাখা টাকা নিয়ে ফিরে যাও।” এই হুমকি কপিল ও তাঁর পরিবারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এখনো পর্যন্ত কপিল বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ‘ক্যাপস ক্যাফে’র তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে, “আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও আনন্দ দেওয়ার আশায় এই ক্যাফে খুলেছিলাম। এই ঘটনাটা আমাদের হৃদয়বিদারক। তবে আমরা হাল ছাড়ছি না। আপনাদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।” বর্তমানে কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত করছে। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক এবং শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। কপিল শর্মা, যিনি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এবং হিন্দি চলচ্চিত্রে তার সাফল্যের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন, তাঁর জীবনের এই অধ্যায়ে এমন হুমকি এবং সহিংসতা সত্যিই দুঃখজনক।