গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাতের অন্ধকারে শিলিগুড়িতে এটিএম লুট, ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

Published : July 23, 2025
---Advertisement---

শিলিগুড়িতে ফের এটিএম লুট! রাতের অন্ধকারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে চম্পর দিল একদল দুস্কুৃতি। শিলিগুড়ি শহরের নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের শিলিগুড়িতে ঘটে গেল দুঃসাহসিক এটিএম লুটের ঘটনা। সোমবার গভীর রাতে ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকার লোকনাথ বাজারে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে হামলা চালায় একদল দুষ্কৃতী।

জানা গিয়েছে, রাত প্রায় ৩টে নাগাদ একটি সাদা রঙের টাটা সুমো গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী আসে। গ্যাস কাটার মেশিন দিয়ে এটিএম কেটে টাকা লুঠ করে পালিয়ে যায় তারা। টাকা বের করার সময় মেশিনে আগুন ধরে যায়। বুথে থাকা সিসিটিভিতে স্প্রে করে দেয় তারা, যাতে পুরো ঘটনা ধরা না পড়ে ক্যামেরায়। চুরির ঠিক পরেই ওই টাটা সুমো গাড়িটি আশিঘর আউটপোস্টের টহলরত পুলিশের চোখে পড়ে।

Read More – http://২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৪০ হাজার ফ্রেসার্সকে চাকরি দেবে তথ্যপ্রযুক্তি সংস্থা TCS

পুলিশ তাড়া করলেও দুষ্কৃতীরা গাড়ি ঘুরিয়ে ইস্টার্ন বাইপাস, ঘোগোমালি হয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডাবগ্রাম-ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত এডিসিপি রবিন প্রধান।

ব্যাংকের এক কর্মী সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনও পর্যন্ত লিখিতভাবে কিছু জানায়নি পুলিশকে। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়ির নম্বর খোঁজার চেষ্টা চলছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now