গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুটিং চলাকালীন দুর্ঘটনা – আপাতত শুটিং থেকে বিরতিতে শাহরুখ খান

Published : July 20, 2025
---Advertisement---

বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন গুরুতর চোট পান। সূত্রের খবর, ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় স্টান্ট পারফর্ম করতে গিয়েই চোট পান তিনি। আঘাত লেগেছে পেশিতে, এবং এটি এতটাই যন্ত্রণাদায়ক যে তৎক্ষণাৎ শুটিং বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসার জন্য শাহরুখ খানকে তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, সেখানকার একটি বিশেষ হাসপাতালে চিকিৎসা শুরু হবে। যদিও ঠিক কোথায় চোট লেগেছে বা কতটা গুরুতর, সে বিষয়ে তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, চোটটি নতুন হলেও সেটি যুক্ত হয়েছে শাহরুখের আগে থেকে থাকা একটি পুরনো পেশির সমস্যার সঙ্গে। ফলে চিকিৎসকদের পরামর্শে এখন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হচ্ছে, যাতে চোট দীর্ঘমেয়াদি জটিলতায় না রূপ নেয়।

সম্প্রতি ‘কিং’ ছবির শুটিং চলছিল লন্ডন এবং মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে। সিনেমাটি ঘিরে ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা থাকলেও, অভিনেতার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। চিকিৎসার কারণে শাহরুখ খান আগামী কয়েক সপ্তাহের জন্য শুটিং থেকে বিরতি নিচ্ছেন। সব ঠিকঠাক চললে, ছবির পরবর্তী শিডিউল শুরু হতে পারে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাসে, নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার উপর। শাহরুখ ভক্তরা এই খবরে উদ্বিগ্ন হলেও, সবার একটাই প্রার্থনা – কিং খানের দ্রুত আরোগ্য ও সুস্থ ফেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now